
জয়পুরহাটে কুষ্ঠ আক্রান্ত, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের ৮০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা।
লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল জয়পুরহাট কার্যালয়ে আয়োজিত কুষ্ঠ আক্রান্ত, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল জয়পুরহাটের প্রজেক্ট ম্যানেজার জর্জে বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সালেকুল ইসলাম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল জয়পুরহাটের টেকনিক্যাল সাপোর্ট অফিসার সলমন মারান্ডী , এরিয়া ডেভলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, প্রনব মূর্মু, জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।
অনুষ্ঠানে জয়পুরহাটের কুষ্ঠ আক্রান্ত, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তার পাশাপাশি পরিবেশ বান্ধব দুটি করে গাছের চারা প্রদান করা হয়।
উল্লেখ্য, লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল দীর্ঘ ৩০ বছর ধারে জয়পুরহাট জেলায় কুষ্ঠরোগ নিরাময় ও তাদের পুনর্বাসনের জন্য কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর