
নেত্রকোনার ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় চিনি চোরাচালানের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এসময় ৬০ বস্তা চিনিসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন
এর আগে, রোববার (৭ জুলাই) দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে ট্রাক ভর্তি চিনিসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের ছেলে রনজিৎ ঘোষ (৫২) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার পোদ্দার বাড়ি গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফা (৩১)।
পুলিশ জানায়, চোরাকারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে প্রথমে ভারতীয় চিনির বস্তা রাখে। পরে ত্রিপল দিয়ে এর ওপরে বালু দিয়ে ঢেকে দেয়। প্রাথমিকভাবে দেখে এটিকে বালুবাহী ট্রাকই মনে হবে। রোববার ওই ট্রাকটি দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ যাওয়ার পথে গোপন সংবাদে উপজেলার বোর্ডের বাজার এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। বালু সরানোর পর বেরিয়ে আসে থরে থরে সাজানো ভারতীয় চিনি। পরে ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতেই চোরাকারবারিরা ওই কৌশল নেয়। তবে গোপন সংবাদে ট্রাকটি থামিয়ে তল্লাশি করে চিনিসহ তাদের আটক করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর