
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা করায় আতিকুল ইসলাম নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে শাহাবুদ্দিন মহাবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক বলে জানা গেছে।
ঘটনা নিশ্চিত করেন ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মোস্তাফিজুর রহমান।
জানা যায়, আজ মঙ্গলবার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ওই শিক্ষক তার মেয়েকে অসদুপায়ের মাধ্যমে পরীক্ষার হলে সহযোগিতা করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ১০ দিনের কারাদণ্ড প্রদান করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে শুরু হয় নিন্দার ঝড়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর