
৫৮ বছর পেরিয়েও ঘুচলো না শিরোপার আক্ষেপ। পরপর দুবার খুব কাছ গিয়েও ইউরোর রূপার কাপটা দেখা হলো না ছুঁয়ে। এবারও খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে বেদনার বিষে নীল হয়ে। ব্রিটিশদের এমনই আক্ষেপে পুড়িয়ে ইউরোপীয়ান ফুটবলের রাজার আসনে চড়ে বসল স্পেন। ইউরো-২০২৪ এর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের হারিয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের উল্লাসে মাতলো স্পেনের তরুণ প্রজন্ম; সেটাও আবার জার্মান ভূমিতে।
ম্যাচের শেষ মূহূর্তে এসে দারুণ এক সুযোগ তৈরি করেছিল ইংলিশরা। ৯০তম মিনিটে কোল পালমারের কর্ণার কিকটি বক্সের মধ্যে উড়ে এলে তাতে শক্ত হেড করেন ডেকলান রাইস। কিন্তু সেটি ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তখনও স্পেনের বিপদ কাটেনি। ফিরতি বলে আবার হেড করেন মার্ক গুয়েহি। এবার গোলমুখে দাঁড়িয়ে সেটি হেডে আটকে দেন ড্যানি ওলমো। ফিরতি বলে আবারও হেড করেন রাইস। কিন্তু সেটি চলে যায় গোলবারের সামান্য উপর দিয়ে। নিশ্চিত এক গোল থেকে বঞ্চিত হয় ব্রিটিশরা। সেইসঙ্গে ভেঙে যায় তাদের প্রথম ইউরো শিরোপা জয়ের স্বপ্নও। ৫৮ বছরের শিরোপা খরা দীর্ঘ হয় আরও।
সর্বশেষ খবর