
বিতর্কিত পরাজয়ে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অলিম্পিক ফুটবল অভিযান শুরু হলো। প্যারিস অলিম্পিকের প্রথম ফুটবল ম্যাচ দর্শকদের বিশৃঙ্খলায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল! যেখানে আর্জেন্টিনা ও মরক্কোর লড়াই শেষ হয় দর্শকশূন্য স্টেডিয়ামে। ম্যাচে অনেক নাটকীয়তা শেষে ২-১ গোলে জিতে মরক্কো।
খেলার দ্বিতীয়ার্ধে ১৫তম মিনিটের যোগ করা সময়ের ষোড়শ মিনিটে জালের দেখা পান আর্জেন্টিনার ক্রিস্তিয়ান মেদিনা। অথচ তখন মনে হচ্ছিল ম্যাচ শেষ ২-২ সমতায়। তবে দর্শকদের ঝামেলায় প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ। পরে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা শুরু হলে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের জন্য মেদিনার ওই গোল বাতিল হলে বিতর্কিত এক জয় পায় মরক্কো।
রেফারির এমন সিদ্ধান্তে ক্ষোভ চেপে রাখতে পারেননি লিওনেল মেসি। পায়ের চোটে তিনি এখন রয়েছেন বিশ্রামে। বুধবার দেশের হারের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিখেছেন, ‘অবিশ্বাস্য।’
এদিকে আর্জেন্টিনা শিবির রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। কোচ হাভিয়ের মাসচেরানো দেশের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এমন ফলাফল কল্পনাই করতে পারিনি। নিজে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু অলিম্পিকের মঞ্চে এমন ধরনের তামাশা এই প্রথম দেখলাম। দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পরে এমন একটা সিদ্ধান্তের শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবিনি।’
তিনি আরও বলেন, ‘যে ভাবে আমাদের ফুটবলারদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক। মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা কোনো ভাবেই স্বাস্থ্যকর নয়।’
রার/সা.এ
সর্বশেষ খবর