চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। সভায় এই সপ্তাহব্যাপী সারাদেশের মতো জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় আগামী দেশের মৎস্য চাহিদা ঠিকঠাকভাবে পূরণ করার লক্ষ্যে কি করণীয় তা সভা উঠে আসে। সভায় জেলায় মৎস্য চাষ বৃদ্ধি করা ও জেলায় মৎস্য স্বয়ংসর্ম্পূন্ন করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিবে বলে জানানো হয় সভায়। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জন নিয়ে এক বিস্তার আলোচনা করা হয় সভায়। সভায় মাছের ঘাটতি পিছনে ফেলে এই ঘাটতি বাদ দিয়ে মাছ চাষ আরও বৃদ্ধি করে উৎপাদন কি ভাবে বাড়ানো নিয়ে আলোচনা করা হয়। কারেন্ট জাল দিয়ে মাছ শিকার যারা করে এটা নিয়ে অভিযান অব্যাহত আছে। মাছ চাষিদের নিয়মিত মাছ বৃদ্ধি ও উৎপাদন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি ও প্রশিক্ষণ হাতে নিচ্ছে সরকার।
এসময় সভায় জানানো হয়, জেলায় মাছ চাষের জন্য পুকুর আছে ১১ হাজার ৫৮টি। বাঁওয়ের আছে এই জেলায় ১০ টি। প্রতিবছরে এই জেলায় বাঁওড় থেকে মাছ উৎপাদন করা হয় ১ হাজার ৭৭২ দশমিক ৩০ মেট্রিক টন। মৌসুমি জলাশয়ে থেকে মাছ উৎপাদন হয় ৮২.২৯ মেট্রিক টন। মাছ চাষের জন্য বিলের সংখ্যা আছে ৬১ টি। এই জেলায় মৎস্যজীবীদের সংখ্যা আছে ৫ হাজার ১১২ টি ও মৎস্য চাষিদের সংখ্যা ৯ হাজার ৩১২টি।
সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্র থম আ লোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এন টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, জি টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জাসান আখতার, যমুনা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদ, এখন টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, আ জকের প ত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি, দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন, প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর