
হাজারো আন্দোলনকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিলে এই দৃশ্য দেখা যায়।
বেলা ১টা থেকেই আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারের দিকে জড়ো হতে থাকেন। শহীদ মিনার এলাকা থেকে বকশি বাজার, সলিমুল্লাহ হল, টিএসসি এলাকা পর্যন্ত ছড়িয়ে আছেন আন্দোলনকারীরা।
এসময় তাদের ‘এক, দুই, তিন, চার; শেখ হাসিনা স্বৈরাচার’, ‘আমার ভাই কারাগারে, খুনী কেন বাহিরে’, দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। অনেকে আবার বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগানে মূর্ছনা দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায় আন্দোলনকে মুখরিত করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনে এসেছেন, রিকশাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালা, শিক্ষক, মাওলানা, ডাক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরও নানা পেশার লোকজন।
ধানমন্ডি থেকে আসা এক আন্দোলনকারী শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার আলম বলেন, আমরা আমাদের সন্তানদের জন্য এসেছি। এতদিন সমর্থন দিয়ে গেছি। কিন্তু আজকে রাজপথে আসতে বাধ্য হলাম। সরকার যে ঔদ্ধত্য আচরণ দেখিয়েছে তাতে কোনো বিবেকবান জনগণ বসে থাকতে পারে না। আমাদের দাবি এখন একটাই, হাসিনার পতন চাই।
এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর