
দেশে সরকার পরিবর্তনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো খোঁজ নেই। তিনি বিদেশে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার হাত ধরে নতুন দিনের স্বপ্ন দেখছে দেশের ক্রীড়াঙ্গন।
দেশের খ্যাতিমান কোচ নাজমুল আবেদিন ফাহিমও এর বাইরে নন। তিনি জানালেন, পাপনের বিসিবিতে এতদিন কোনো নিয়ম-কানুনের বালাই ছিল না!
আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্ষীয়ান এই কোচ বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে মনে হয়নি বিসিবি কোনো ডিসিপ্লিনড প্রতিষ্ঠান। যেটা বাইরে থেকে অনেকেই মনে করে, এর জাঁকজমক দেখে মনে করে বিসিবি হয়তো দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয়, বিসিবিতে যে সুযোগ সুবিধা ছিল তার বেশিরভাগই ব্যবহৃহ হয়নি। অনেক কারণেই হয়নি। অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণে হয়নি। তাই আমার মনে হয় এখানে পরিবর্তন আনা দরকার।’
কোটা আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন ফাহিম। শেষদিকে যখন এটা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, তখন তিনি নামেন রাজপথে। বদলে যাওয়া বাংলাদেশে ক্রিকেট নিয়েও স্বপ্ন দেখছেন তিনি, ‘(পরিবর্তন হলে) আমাদের অনেক সংকটের সমাধান হতে পারে। এমনটা হলে ক্রিকেটে আমাদের ভালো করতে না পারার কোনো কারণ নেই। আমাদের অবস্থান এমন হওয়ার কথা নয় যে নেপালের সঙ্গে জিতব আর খুব খুশি হয়ে যাব। সে জায়গায় তো আমাদের থাকার কথা না এখন। কিন্তু হয়ে গেছে তো।’
রার/সা.এ
সর্বশেষ খবর