
শেখ হাসিনার পদত্যাগের পর বগুড়ায় প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত থাকা, দলীয় নির্দেশনা অমান্য করাসহ শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির দুই সহযোগী সংগঠনের ছয় নেতা পদ হারিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল, শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দীপন ও সদস্য সচিব সোহেল রানা। তারা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার হয়েছেন।
রোববার (১১ আগস্ট) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবদলের চার নেতাকে অব্যাহতির নির্দেশ দেন জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম। এছাড়া স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে অব্যাহতির নির্দেশ দেন জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর