
স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে কুমিল্লায় বিক্ষোভ করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভে অংশ নেয় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেজন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। বিএনপির সকল কর্মীদের প্রতি আহ্বান এই মুহূর্তে যে যে কর্মসূচি ডাক দেওয়া হবে তাতে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব জসীমউদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজাম উদ্দিন কাওসার, আমিরুজ্জামান আমির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
এদিকে সোমবার (১২ আগস্ট) রাত ৯টায় শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু। বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন। এজন্য তার পদত্যাগ দাবি করছি। এ সময় আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে ফাঁসির দাবিও তোলেন তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর