
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাতের আধারে মাসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামি নবিন ইসলাম জাহিদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া (দলুয়া) এলাকার কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২) বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখকে (৮) বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সাতখামার এলাকার ফজলুর রহমানের ছেলে নবিন ইসলাম জাহিদ (২২) ও তার সহযোগী ইসলামপুর এলাকার শফিউর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান বাধন (২৭), নগরকুমারী এলাকার নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম (৩০) ও কলেজপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে রিফাত (৩২)৷
পুলিশ সুপার জানায়, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগীর খামারে চাকরি করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত। পরে সেই খামারের মুরগীর খাবার চুরি করার দায়ে তাদের চাকরি থেকে বাদ দিলে খামারের মালিক সেলিমের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।
এদিকে কিছু দিন আগে হঠাৎ সেলিমের সঙ্গে নবীনের কথা কাটাকাটি হয়। এই ক্ষোভে তারা বুধবার রাতে সেলিমের বাড়িতে তাকে হত্যার উদ্দেশে যায় নবিনসহ তার সহযোগী চারজন। পরে সেলিমকে না পেলে প্রথমে সেলিমের ছোট ছেলে,পরে তার স্ত্রী ও তার বড় ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নবীন ইসলাম জাহিদ তার হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গেলে সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে অভিযান চালিয়ে তার চাচার বাড়ি থেকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
বৃহস্পতিবার সকালে খামারের মালিক বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন বিকেলে নবীন ইসলাম জাহিদকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আরও বলেন, তিনজনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজনকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।। জড়িত আরও তিনজনকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর