
পশ্চিমবঙ্গের ডা. মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ^বিদ্যালয়ের ডায়না চত্বরে এই কর্মসূচি করেন তারা।
সমাবেশে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। এসময় শিক্ষার্থীরা এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবি জানান তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত ও বাংলাদেশে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনাগুলো অহরহ ঘটেছে। যার কোনোটিরই দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এসব বিষয়ে জেগে উঠার সময় হয়েছে। আমরা রাস্তায় গুলির সম্মুখে দাঁড়াতে জানি। আমাদের ভয় দেখানো দুঃসাহস করবেন না। এ ধরনের ঘটনায় যেন কেউ বৈষম্যের শিকার না হয়। সবগুলো মামলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ভারতকে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে দেখেছি। যাদের নিজেরই বিচারব্যবস্থার ঠিক নাই তারা কেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে আসে। আগে নিজের দেশের ব্যবস্থা ঠিক করেন। তারপর অন্যকে নিয়ে কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাদিয়া মাহমুদ মীম বলেন, আমি ভীত। আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা যাদের কাছে নিরাপদ নই তাদের কাছেই বিচার চাচ্ছি। নিরাপত্তার জন্য নারীদের হাতে অস্ত্র ধরতে বাধ্য করবেন না। আপনারা আপনাদের পশুত্ব কুরবানি দিন। আপনারও তো মা-বোন আছে। এ পর্যন্ত নারীদের যত ধরনের হত্যা, নির্যাতন, লাঞ্ছিত, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এসবের বিচার করুন। নাহলে আমরা নিজেদের নিরাপত্তার জন্য হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবো।
প্রধান সমন্বায়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ভারতে ধারাবাহিকভাবে গণধর্ষণ হচ্ছে। আলোচিত ঘটনাগুলোরও তারা সুষ্ঠু বিচার করতে পারেনি। ভারত যদি এসবের ব্যাপারে ব্যবস্থা না নেয়। আমরা চুপ থাকবো না। আলোচিত এবং যেগুলো সামনে আসেনি সেগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশেও অনেক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা তার সঠিক বিচার পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ আপনারা এসবের বিচার নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, পুরুষতন্ত্রের ভয়াল থাবা থেকে বের হয়ে আসতে হবে। আমার ক্যাম্পাসে যেন কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার না হয়। আমার বোনেরা ক্যাম্পাসে নিরাপদে স্বাধীনভাবে বিচরণ করবে। তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো। কেউ অন্যায়ভাবে কারো সঙ্গে ঝামেলা করলে আমরা শক্তভাবে দমন করবো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর