
ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের সিনিয়র মুয়াজ্জিন ও কাম সহকারী ইমাম আবু হানিফ মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন।
তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন মুয়াজ্জিন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পারি। আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে।
এদিন দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর