
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এক আয়োজিত মানববন্ধনে এ কথা জানায় তারা।
গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা প্রত্যেক গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের সাংবাদিক নেতারা।
এ সময় বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে যারা হামলা চালিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা দুষ্কৃতিকারী। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা।
ডি বিসি টেলিভিশনের সাংবাদিক রাজিব হোসেন রাজন বলেন, গতকাল যারা হামলা চালিয়েছে তারা শিক্ষার্থী নয়। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য থ্রেট। আমরা দোষীদের বিচার চাই।
স ময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইস্রাফিল বলেন, আমরা সাংবাদিকতার শুরুতেই জেনে আসছি সাংবাদিকরা সমাজের দর্পণ। বর্তমানে যেভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওপর হামলা হচ
প্র থম আ লোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, আমরা সাংবাদিকরা মানুষের জন্য কাজ করি। গতকাল এবং এর আগেও বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও কর্মীদের ওপর হামলা হয়েছে। এটি আমাদের মুক্ত সাংবাদিকতার জন্য বাঁধা স্বরূপ। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা হোক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর