
‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নিউ জ ২৪ টেলিভি শনসহ সাতটি গণমাধ্যমে হামলা-ভাংচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্র থ ম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বি জয় টি ভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল, বাং লা দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দেশ টেলি ভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ, য মুনা টেলি ভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, দৈনিক ত থ্যধারার চিফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, দৈনিক দিন কালের জেলা প্রতিনিধি আবু হানিফ, মো হনা টিভি ও কালে রকণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক চি ত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, মানবাধিকার সংগঠন আমাদের আইন, শেরপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
নি উজ২৪ টেলিভি শনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে দৈনিক জন তার জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, এ খন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, না গরিক টি ভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, বাংলা টি ভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, স ম য় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, দৈনিক দে শ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক গ ণমুক্তির জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন, দৈনিক বাং লা র জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, সংবাদ সা রাবেলার জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দে, চ্যা নেল২৪ টিভির ক্যামেরাপারসন নাঈম তালুকদার, দৈ নিক বিজ নেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, আজ কের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, জেলা রক্তসৈনিকের সভাপতি মেহেদী হাসান শামীমসহ জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা নি উজ২৪ টেলিভি শনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
এদিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেনিক জন কণ্ঠের নিজস্ব সংবাদদাতা ও শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আধার, এন টি ভির স্টাফ রিপোর্টার কাকন রেজাসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর