
‘চুক্তি থেকে মুক্তি চাই,আত্তীকরণ নয়, জাতীয়করণ চাই’ এই স্লোগানকে সামনে রেখে সাধারণ আনসারের চাকুরি জাতীয়করণের এক দফা এক দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে জেলার কর্মরত সকল র্স্মাট কার্ডধারী ২৪০ জন আনসার সদস্যরা।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে। এ সময় মানববন্ধনে আনসার সদস্যরা বক্তব্যে বলেন, আনসার সদস্য বাহিনী গঠিত হয় ১৯৪৮ সালে। এরপর থেকে সাধারণ আনসার সদস্যরা সরকারের তেমন কোনো সুযোগ সুবিধা পায় না। এই বাহিনী গঠিত হওয়ার পর থেকে সাধারণ আনসাররা বৈষম্যতার শিকার হচ্ছি। আমাদের এই আনসারের চাকরি তিন বছর চুক্তি করে চাকরি দেয়া হয়। আমরা এই চুক্তি চাই না। এই চুক্তি বাতিল করে জাতীয়করণ করে চাকরি স্থায়ী করতে হবে। ঠিক যেমন ব্যাটালিয়ন মতো করতে হবে। তিন বছর চুক্তি শেষে তখন আনসার সদস্যদের বাড়িতে বেকার বা মাঠে কৃষি কাজ করতে হয়। তাই এই চুক্তি বাতিল করতে হবে।
এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি সাধারণ আনসারদের জাতীয়করণ করে দেন। এই বাহিনী ৭৬ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য যা করণীয় তখন তাই করে। তারপরও কেন জাতীয়করণ আসছে না। ব্যাটলিয়ন জাতীয়করণ হয়ে গেল। আর সাধারণ আনসাররা কি অপরাধ করেছে যে এখনো জাতীয়করণ করানো হচ্ছে না। সাধারণ আনসারদের জাতীয় করণ না করলে এক দফা দাবি চলবে। এই জাতীয়করণ যতদিন না করছে ততদিন এই এক দফা এক দাবি চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ আনসার সদস্য সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, আলাউদ্দিন, উজ্জ্বল, আশরাফ, শাহাবুল, হাবিুল্লাহ, প্রমুখ। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে এক দফা এক দাবি নিয়ে সাধারণ আনসাররা মানববন্ধন করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর