
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩০ রান।
যা বাংলাদেশ ৬.৩ ওভারে ১০ উইকেট হাতে রেখে তোলে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আজ জন্মদিন। ২৬ বছরে পা দিলেন তিনি।
টেস্ট জয়ের পর জন্মদিন নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, 'জয়ের জন্য আলহামদুলিল্লাহ। (জন্মদিনে) জয়টা বিশেষ। গতরাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। তখন বলেছিল, কাল (রবিবার) জিততে পারলে দিনটা ভালো কাটবে।'
অধিনায়ক হিসেবে সফলতা পেলেও অবশ্য এই টেস্টে ব্যাটে রান পাননি শান্ত। প্রথম ইনিংসে ৪২ বলে ১৬ রান করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর