
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন ও রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. বদরুল আলম এর পদত্যাগ দাবি করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন ও সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. বদরুল আলম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, খারাপ আচরণ, অত্যাচারসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘ দিনের। দফায় দফায় অভিযোগ করেও ক্ষমতার দাপটে তারা পার পেয়ে যান বলে জানা গেছে। অভিযুক্তদের পদত্যাগের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী লামিয়া আক্তার, জান্নাত, লেন্সি, জান্নাতুল প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা অনিয়ম করে আসছে। স্কুলে আমাদের কোন অভিভাবক কিছু বলতে আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। তাই তার অপসারণ না হলে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে।
এ বিষয়ে সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বলেন, বাহিরের কিছু লোক ও শিক্ষার্থীরা আমার কক্ষে এসে আমাকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। আমি সাদা কাগজে স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়। পরে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার ছাত্রীদেরকে ক্লাস থেকে বের করে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করানো হয়। মানববন্ধনে বিপুল সংখ্যক নারী ও সাধারণ এলাকাবাসী অংশ নেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর