
নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। সাফের বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথম শিরোপাজয়ী দলটি বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশে ফিরেছে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে তারা। এ সময় ব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে অর্থ পুরস্কারের ঘোষণা দিলে সেটি বন্যার্তদের প্রদান করতে বলেন সাফজয়ী দলের কোচ মারুফুল হক।
এদিন বিমানবন্দর থেকে সরাসরি পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এসেছেন সাফ অ-২০ চ্যাম্পিয়ন ফুটবলাররা। সন্ধ্যা ৭টার নির্ধারিত সময়ের আগেই এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফুটবলাররা জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আসার পরপরই চেয়ার ছেড়ে উঠে অনেকের সঙ্গে তিনি করমর্দন করেছেন।
সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ ও কোচ মারুফুল হক অনুষ্ঠান শুরুর পর সামনে গিয়ে বসেন। তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার পরই বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের সংকটময় পরিস্থিতির মধ্যেও চ্যাম্পিয়ন দলের সবাইকে তিনি ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
এর পরপরই কোচ মারুফুল হক অনুমতি নিয়ে একটু কথা বলতে চান। তিনি পুনরায় বক্তব্যে উপদেষ্টার সম্মান প্রদর্শনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে এই অর্থ বন্যার্তদের প্রদানের কথা জানান। সে কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাফ চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ অর্থ বন্যার্তদের তহবিলে প্রদান করবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর