
বগুড়া কাহালু দাদা আদায় করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে রাকিব হাসান (২৪) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনী নামে পরিচিত দলের ১০/১২ জনের সদস্য শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঐ গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা নিতে যায়। সে সময় চাঁদাবাজ রাকিব বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। তাঁদের মধ্যে সবাই পালিয়ে গেলেও রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়ে। সেখানে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন রাকিব।
তিনি আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তে জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর