টাঙ্গাইলের নাগরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে নিহত ও আহত ভাইদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষ্যে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ছাত্র মো. মনির হোসেনের নেতৃত্বে বাস স্টান্ড থেকে র্যালিটি বের হয়ে উপজেলাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজের শহীদ মিনারের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইদ্রিস খান, আবু বক্কর, হিমেল, রিপন, বাদল, নাছিমা আক্তার ও নাদিয়া প্রমুখ।
আলোচনা শেষে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে প্রধান বক্তা মনির হোসেন বলেন, ছাত্রলীগের নামধারি কিছু ছাত্র বিভিন্ন অপকর্ম করে ছাত্র আন্দোলন কে ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর