
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আগামীর যে রাজনীতি, তা হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি। আগামী দিনের রাজনীতি হবে পরিচ্ছন্ন, স্বচ্ছ রাজনীতি। তা হবে জনগণের রাজনীতি, আদর্শের রাজনীতি। শান্তি বজায় রাখতে হবে। চাঁদাবাজ, মাস্তান, দখলদারদের কোন স্থান বিএনপিতে হবেনা। আগামীর বাংলাদেশ হবে দেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের বাংলাদেশ।'
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাদুর্গত মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি আরও বলেন, 'ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের বাহিরে বিএনপির কোন রাজনীতি নাই। সুতরাং, আপনাদের সুখে-দুঃখে, আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে থাকার রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন, তারেক রহমান বর্তমানে আদর্শের রাজনীতিকে ত্বরান্বিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।'
তিনি বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে। তখন থেকে শুরু করে আমরা ফেণী, নোয়াখালী, লক্ষ্মীপুর সব সকল বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি। আজ আপনাদের মাঝে উপস্থিত হলাম।'
সম্প্রতি চার দফার বন্যায় খাগড়াছড়িতে দেড় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দীঘিনালা এবং খাগড়াছড়ি জেলা সদরের বন্যাদুর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। একই দিন বিকালে খাগড়াছড়ির মুক্তমঞ্চে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান, সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর