
গাজীপুর সদর উপজেলায় ময়লার ব্যবসা দখল নিতে ময়লা ফেলার গাড়ি আটকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে।
বুধবার (১১ সেপ্টেম্বর ) সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিশাইয়া কুড়িবাড়ি (বি.কে বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাদিকুল ইসলাম বাবু সহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে করম আলী (৪৪) নামে এক ব্যক্তি।
ভুক্তভোগী করম আলী জানান, দীর্ঘদিন ধরে বি.কে বাড়ি সিকদার মার্কেট এলাকার সলিম এর বাড়িতে ভাড়া থেকে ময়লা ফেলার ব্যবসা করে আসছি। হঠাৎ গত বুধবার সকালে ময়লার গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে বি.কে বাড়ি এলাকায় আমাকে আটকে দেয় মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম বাবুর (৪২), জুয়েল রানা (৩৭), দেলোয়ার (৪২), পাপ্পু (২৬), এবং ওসমান (২৬)। পরে ময়লা ফেলার গাড়ি আটকে রেখে আমাকে ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যায়। এবং এই ব্যবসা না করার জন্য হুমকি দেয়।
এ সময় আমি কারণ জানতে চেয়ে প্রতিবাদ করলে তারা লাঠি, রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া আমার উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি মারপিট করে সাথে থাকা টাকা পয়সা নিয়ে জায়। পরে আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসতে থাকে। যাওয়ার সময় আমাকে সহ আমার পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে এঘটনায় আমি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করি।
এই ঘটনায় অভিযুক্ত সাদিকুল ইসলাম বাবু বলেন, আমি কোন ব্যবসার জন্য কোথাও যায়নি। কাউকে মারধরও করিনি। আমাকে ছোট করার জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে।
মির্জাপুর ইউনিয়নের বিএনপি'র বিবিধ সভাপতি ফজলুল হক মুসল্লী জানান, যদি কেউ অন্যায়ভাবে কোন কিছু করে থাকে এবং তার বিরুদ্ধে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকে। তাহলে অবশ্যই দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম্বারে ফোন করেও যোগাযোগ করা যায়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর