
'শিক্ষকরা দেশের সম্পদ। তারা আলোকিত মানুষ গড়ার কারিগর। ছোট থেকে তিলে তিলে করে একজন ছাত্রকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম পথপ্রদর্শক হলেন শিক্ষকরা। শিক্ষকরা জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। তাই ফাঁকিযুকি বাদ দিয়ে শিক্ষকদের শিক্ষকতার মতো মহান পেশায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।'
শনিবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, 'যেসব শিক্ষক স্কুলে না গিয়ে অন্য জনকে শিক্ষক হিসেবে বর্গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে সে সব শিক্ষকদেরকে ধরা হবে। তাদের মৌলিক পেশায় ফিরে যাওয়া উচিত। তাই শিক্ষকের মতো মহান পেশাকে বর্গা না দিতে আহ্বান জানান তিনি।'
এসময় তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের লাগামহীন দূর্নীতি, গুচ্ছগ্রাম দূর্নীতি সহ বিভিন্ন দূর্নীতি-অনিয়মকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানান।
খাগড়াছড়ি জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে জেলার নয়টি উপজেলার জিয়া পরিষদের সভাপতি-সম্পাদকগণ বক্তব্য প্রদান করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর