
সাভারের আশুলিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১২ই রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স:) উদ্যাপিত হয়েছে। এ সময় শোভাযাত্রায় বিশ্বনবী হযরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাত দিবসে তার কর্মময় জীবন আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের আয়োজনে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া ও ওয়াজ মাহফিল করা হয়।
শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাঈদ মীর সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ-আলম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের একমাত্র সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ্ব সৈয়্যদ শাহ্ নজরুল ইসলাম মাইজভান্ডারী ও প্রধান বক্তা পীরজাদা হযরত মাওলানা মুফতি সৈয়্যদ আসহাব উদ্দিন জশনে জুলুসে শোভা যাত্রায় কয়েকশত মুসলমান র্যালি বের করে গাজীরচট স্কুল হয়ে জামগড়া শিমুলতলা মহাসড়ক পদক্ষীণ করে কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনিতে দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখেন। তাঁরা কোরআন শরিফ তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে আজ বাদ এশা ওয়াজ-দোয়া মাহফিল ও আখেরী মোনাজাত মাধ্যমে শেষ করবেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর