
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ সরকারি ছুটির দিনেও অধিকাংশ শিল্প কারখানাগুলো খোলা রয়েছে। সকাল থেকেই নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছে শ্রমিকেরা। কোথাও কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) আশুলিয়ার অধিকাংশ কারখানা সরেজমিনে ঘুরে দেখা প্রায় ১ হাজার ৪৩০ টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।
শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তারা জানান, তাদের আওতাধীন সাভার, আশুলিয়া, ধামরাইয়ে মোট শিল্প কারখানার রয়েছে ১হাজার ৮৬৩ টি। আজ সোমবার ১ হাজার ৪৩০ টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। সরকারি ছুটি থাকায় অন্যান্য কারখানাগুলোতে কার্যক্রম বন্ধ রয়েছে।
সম্প্রতি বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। তবে চলতি সপ্তাহের প্রথম দিন থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশুলিয়ার কাঠগড়া, জিরাবো, নরসিংহপুর, জামগড়া এলাকা ঘুরে দেখা যায়, এ সকল এলাকার বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, বিজিপি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যরা।
এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় মোট ১ হাজার ৮৬৩ টি শিল্প কলকারখানা রয়েছে, যার মধ্যে ১ হাজার ৪৩০ কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। কোথাও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সরকারি ছুটি থাকায় কিছু কারখানায় কাজ বন্ধ রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর