
দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের জনগণের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গতবছরের পর সেটি বেড়েছে বহুগুণে। তাদের হামলায় নির্বিচারে মরছে ফিলিস্তিনি নাগরিকরা। মানবতাবিরোধী এই দেশটির বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ দেখালেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
হাঙ্গেরির বুদাপেস্টে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে আজ শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। তবে প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় এই দেশের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছেন রাজীব।
গতকাল হাঙ্গেরির স্থানীয় সময় মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪–এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’ এসময় হ্যাশট্যাগ ‘বয়কট ইসরায়েল’ ও ‘স্ট্যান্ড উইথ জাস্টিস’ ও জুড়ে দেন রাজীব।
দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে একটি দেশের চার দাবাড়ু খেলেন। ইসরায়েলের বিপক্ষে তৃতীয় বোর্ডে ছিল রাজীবের নাম। তবে তিনি না খেলায় সেই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে ইসরায়েল।
রার/সা.এ
সর্বশেষ খবর