
সাতক্ষীরার শ্যামনগরে পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ক্রেতাদের পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেওয়ার অভিযোগে শ্যামনগর উপজেলার খানপুরে অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযান পরিচালনা করেন।
শ্যামনগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য মো. নাজমুল হাসান বলেন, এই পেট্রোল পাম্পটি দীর্ঘদিন ক্রেতাদের ঠকিয়ে আসছে। তারা প্রতি ৫ লিটার ডিজেলে ৪০ মিলিলিটার ও প্রতি ৫ লিটার পেট্রোল ও অকটেনে ২০০ মিলিলিটার তেল কম দিচ্ছে যার প্রমাণ পাওয়া গেছে। কম দেওয়ার অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
একইসাথে পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয়েছে। এছাড়া ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। অভিযান পরিচালনার সময় পাম্পের মালিক ও ম্যানেজারকে পাম্প পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভোক্তা অধিকার অধিদপ্তর জেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর