
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশের মাটিতে আনতে হবে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বিএনপির নেতা রুহুল কুদ্দুস দুলু বলেন, বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা তারেক রহমান। অন্তর্বর্তীকালের সরকারের কাছে জোর দাবি করছি, অতি দ্রুত বিনা শর্তে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তাকে দেশে ফিরিয়ে এনে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিন।
দুলু আরো বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের সংকটে দাঁড়িয়েছিলেন। একইভাবে দেশের সব বন্যা, ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলেন। তার উত্তরাধিকার সন্তান আমাদের নেতা তারেক রহমান এ ১৫ বছর বাংলাদেশের সব দুর্যোগে মানুষের পাশে ছিলেন। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। যারা আন্দোলনে চোখ, হাত, পা হারিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। আজ কষ্ট লাগে, দেশ স্বাধীন হয়েছে। এখনও তারেক রহমানকে আমরা পাশে পাইনি। তার সমস্ত মামলা দ্রুত প্রত্যাহার করে তাকে দেশে আসতে দিন।
সাবেক এ মন্ত্রী আরও বলেন, সাড়ে ১৫ বছর নাটোরের মানুষকে জিম্মি করে রেখেছিল। আজ থেকে দেড় মাস আগে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি। আমরা গাড়ি নিয়ে কোথাও যেতে পারিনি। কোথাও প্রোগ্রাম করতে পারিনি। আজ দেশ স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে সবাই চলাফেরা করতে পারছি। এখনও দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক মন্ত্রী ফজলুল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ভিপি শামিম, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু'সহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তিন পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর