
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের পদোন্নতি প্রাপ্তদের বিভিন্ন পদে যোগ্যতর স্থানে পদায়ন না করে জুনিয়র এবং নীচের গ্রেডের পদের কর্মকর্তাগণকে উচ্চতর পদে পদায়নের মতো বৈষম্যমূলক পদায়ন না নির্বাচন কমিশনের(ইসি) কর্মকর্তারা।
ইসি সচিব শফিউল আজিমের কাছে তারা ইতিমধ্যে এ সংক্রান্ত লিখিত দাবি জমা দিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরে শূন্যপদে এ পর্যন্ত সকল পদোন্নতি দেয়া হয়েছে। অতীব দুঃখের বিষয় বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও আর্থিক সংশ্লিষ্টতার কারণে বিপুল সংখ্যক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন পদে যোগ্যতর স্থানে পদায়ন না করে জুনিয়র এবং নীচের গ্রেডের পদের কর্মকর্তাগণকে উচ্চতর পদে পদায়ন করে চরম বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করা হয়েছে। যা বর্তমান ছাত্র-জনতার বিপ্লবী সরকারের মূল চেতনার পরিপন্থী।
উদাহরণ স্বরুপ মাঠ পর্যায়ের দশ অঞ্চলে চতুর্থ গ্রেডের দশজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও খুলনা, রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে নিম্নতর ৫ম গ্রেডের কর্মকর্তাগণকে পদায়ন করা হয়েছে।
এতে আরো বলা হযেছে, মাঠ পর্যায়ে ১৯ টি ৫ম গ্রেডের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার পদ
রয়েছে। এর মধ্যে আটটি জেলা যথা- ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, বগুড়া, ঢাকা দিনাজপুর, কুষ্টিয়া ও খুলনা জেলায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার পদে জুনিয়র ৬ষ্ঠ গ্রেডের এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারদের দীর্ঘ দিন যাবত পদায়ন করে রাখা হয়েছে। অথচ ওই সমস্ত পদে পদোন্নতি প্রাপ্ত যোগ্যতর কর্মকর্তাগণকে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক ভাবে সচিবালয়ে দপ্তর বিহীনভাবে বসিয়ে রাখা হয়েছে।
মাঠ পর্যায়ে ৪৫ টি ষষ্ঠ গ্রেডের জেলা নির্বাচন অফিসারের পদ রয়েছে এসব পদে পদায়ন করার ক্ষেত্রে জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ না করে অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠতা তালিকার নীচে থেকে এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারদেরকে দীর্ঘদিন ধরে এ ধরণের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে মাঠ পর্যায়ে এবং সচিবালয়ের জ্যেষ্ঠতা তালিকার সিনিয়র কর্মকর্তাদের বঞ্চিত রাখা হয়েছে।
এজন্য নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের অফিসসমূহে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণকে যথাযোগ্য স্থানে পদায়ন নিশ্চিত করা, কোনো ক্ষেত্রে কোনো পদে যোগ্যতর কর্মকর্তার ঘাটতি দেখা দিলে জ্যেষ্ঠতা তালিকা অনুসারে পরবর্তী কর্মকর্তাকে পদায়ন করার দাবি জানিয়েছেন কর্মকর্তারা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর