
জাতীয় পরিচয়পত্র সংশোধনে দালাল শ্রেণি দৌরাত্ম্য কমাতে সিস্টেম ডেভেলপ করে স্বচ্ছতা জবাবদিহিতা বাড়বে নির্বাচন কমিশন(ইসি)। সম্প্রতি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে সাংবাদিকের নানা প্রশ্নের জবাবে ইসির সচিব শফিউল আজিম এমন কথা বলেন।
ওই সভায় তিনি জানান,কিছু কিছু ক্ষেত্রে সেবাগ্রহীতা দিক থেকে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। পাঁচ বছর, দশ বছর কাজ করে পার্থক্য হয়। এজন্য যখন আপনি ফরম পূরণ করবেন আপনার হাতে লেখা ফরম আপ করে দিবো। এতে ইসমাইল হোসেনের জায়গায় ইসরাইল হোসেন হলে ভুলটা কার ছিল-আমরা ডাটা এন্ট্রি অপারেটরের নাকি আপনি নিজে লিখে দিয়েছে। আমার লোক ভুল করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। আর তিনি যদি নিজে ভুল করে থাকেন, তাহলে সে অনুযায়ী আমরা সমাধান করে দেবো। কাজেই ফরম পূরণের সময় ১৯৭৮ লিখেছেন নাকি ১৯৮৭ লিখেছেন এগুলো আমরা সিস্টেম ডেভেলপ করবো। তাহলে স্বচ্ছতা জবাবদিহিতা বাড়বে। দালাল শ্রেণি দৌরাত্ম্য কমবে। যাতে মানুষকে সহজে সেবা দেওয়া যায় সে ব্যবস্থা করছি।
তিনি বলেন, সেবা গ্রহীতাকেও রেসপনসিবল করার জন্য বলছি। একবার জন্ম তারিখ একটা বললেন আবার বললেন ১০ বছর কমাতে হবে। এখানে একটা দিক হলো অফিসকে বাড়তি কষ্ট দিচ্ছেন, আরেক হলো একটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করছেন। তৃতীয় হলো দুর্নীতির একটা সিস্টেম তৈরি করে দিচ্ছেন। যখন হলো ১০ বছর কমানো জন্য বলবেন, দুর্নীতির একটা বিরাট জায়গা তৈরি হচ্ছে। এজন্য আমার সিস্টেম ডেভেলপ করছি। আমলাতন্ত্র বক্তৃতা নয়, সিস্টেমে কাজ করে। বয়স নিয়ে বিভিন্ন রকম করতে চায়, দুইটা আইডি করতে চায়। যদি আমাদের সিস্টেমে ধরা পড়ে, আমরা প্রযুক্তিগতভাবে এটাকে নিয়ে আসা, দোষ করলে শাস্তি দেয়া, শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছি।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার র ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তবে হালনাগাদ কার্যক্রমের বাইরেও অনেকে ভোটার হয়েছেন। এক্ষেত্রে বর্তমানে প্রকৃত ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর