
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে সোহাগ দাস(১০) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমেছে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ৩ টার দিকে উপজেলার জারলিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানায়, দুপুরে ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় সোহাগ দাস। মাছ ধরার সময় বজ্রপাত শুরু হলে আকস্মিক বজ্রপাত তার গায়ে পড়লে ঘটনাস্থলেই ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর