
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গুরুদাসপুরের আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আফতাব উদ্দিন ও বিশ্ব শিক্ষক দিবসে নির্বাচিত জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুলতানুল আরেফীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে ওই সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, প্রধান শিক্ষক ইউসুফ আলী ও মাসুদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর