
কক্সবাজারের উখিয়ার পৃথক স্থান থেকে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে দুইজনের মৃত্যু আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উখিয়া উপজেলা সদরের পৃথক স্থান থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার দুজন হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝপাড়ার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের মেয়ে পপি দেব। তারা দুজনই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে উখিয়া সদরের রাজাপালং ইউনিয়নে মেহেরাব হোসেনের আত্মহত্যার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সিলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে পপি দেবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, দুজনই একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দুজনই একই এনজিও সংস্থার কর্মী এবং সহকর্মী ছিলেন। পুলিশ এটি নিয়ে কাজ করছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর