
নাটোরের গুরুদাসপুরে এক সপ্তাহ আগে (৬ অক্টোবর) সড়কের ওপর উপড়ে পড়ে থাকা গাছটি এখনও সরানো হয়নি। গুরুদাসপুর-নাজিরপুর সড়কের কামারপাড়া কালভার্টের সাথে রাস্তার অর্ধেকজুড়ে উপড়ে পড়ে আছে বড় পাইকর গাছ ও গুঁড়ি। ফলে যান ও জনচলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচল করে। ৬ অক্টোবর অতিবৃষ্টির কারণে উপড়ে পড়ে যায় সরকারি গাছটি। এখন পর্যন্ত সড়ক বা বনবিভাগের কেউ গাছটি অপসারণের উদ্যোগ নেননি। ফলে গুরুদাসপুর থেকে নাজিরপুর, মানিকপুর ও জেলা শহরে যান ও জনচলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়ক থেকে গাছটি অপসারণের দাবি জানান এলাকাবাসী।
স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে এসিল্যান্ড আসাদুল ইসলাম বলেন, গাছটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর