
ভোলায় ২ শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। অপরজন মারা গেছে গলায় ফাঁস দিয়ে। শনিবার (১২ অক্টোবর) সকালে পৃথক তিনটি স্থান থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- হুজাইফা আক্তার (৩) ও সাইফুল আহমেদ (২)। হুজাইফা আক্তার সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল আহমেদ ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নুরনবী মিয়ার ছেলে।
ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৫ তাদের পরিবার পুলিশকে জানিয়েছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা সাইফুল ইসলামের বাড়ি একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাইফুল বিবাহিত। তবে তার কোনো ছেলে-সন্তান নেই।
পুলিশ বলছে ঠিক কি কারণে সাইফুল আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না। ঘটনাটির তদন্ত চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর