
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা শিল্প কলা অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
সেই সাথে রাষ্ট্রকে সংস্কার করে সকল অনিয়ম-দুর্নীতি মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রুত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, যারা দেশে ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে, তারা জনগণের কল্যাণ করে নাই। আজকে শহিদরা রক্ত দিয়ে আমাদের ঋণী করেছে। আজকে ছাত্রদের আত্মত্যাগের কারণে আমরা বাক স্বাধীনতা ভোগ করছি।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসকের প্রেতাত্মারা যেভাবে বাড়িতে বাড়িতে হানা দিয়ে হামলা ও মামলা করছিল, আজকে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। সেই ঋণ আমাদের শোধ করতে হবে।
শহিদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, সেই শোষণমুক্ত সমাজ গঠন করতে হবে। যেখানে মানুষ সহজে তাদের অধিকার ভোগ করবে।
বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণ এই ভোলাতে জামায়াতে ইসলাম প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে পারেনি। সে সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে।
সম্মেলনে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি হুকুমাত কায়েম করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামি ভোলা জেলার সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন -সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ইসমাইল হোসেন মনির৷, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আক্তার উল্লাহ, মাস্টার বেলায়েত হোসাইন উপাধ্যক্ষ অলিউল্লাহ কবির, মাওলানা জাকির হুসাইন, ভোলা সদর উপজেলার আমির মাও. কামাল হোসাইন, মনপুরা উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, ভোলা পৌরসভার আমির মাওলানা জামাল উদ্দিন ও বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ।
এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন উপজেলার ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর