
গাজীপুরের কালীগঞ্জে নির্ধারিত মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মামুন মিয়া, মো. কামাল ও গৌতম বণিক।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ০৩ মামলায় ৬,০০০/- জরিমানা ও বাজার মনিটরিং করা হয়।
এ সময় অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর