
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধসহ আরও মনোযোগী ও প্রকৃত দেশ প্রেমিক এবং প্রতিযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন বাংলাদেশ সেনাবাহিনীর (অব.) মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্ধ । যার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) নিজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, মানুষ হিসেবে গড়ে উঠতে পারলে পৃথিবী তোমাদের জন্য সহজ হয়ে যাবে। লেখাপড়ার পাশাপাশি তোমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে। সমাজ ও দেশের জন্য কিছু করতে চাইলে সৎ ও যোগ্য হতে হবে। তোমরাই একদিন এ দেশের প্রধানমন্ত্রী হবে, কাজেই তোমাদেরকে আগে দেশকে ভালোবাসতে হবে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমরা বৈষম্যের স্বীকার ছিলাম,এই দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা হাতে হাত মিলিয়ে এ দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তিনি এদিন ফুলবাড়িয়া অনার্স কলেজ, সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র ছাত্রী শিক্ষকদের সাথে কথা বলেন ও খোঁজখবর নেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর