
ফেনীর সোনাগাজীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চার বালুখেকোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে সোনাগাজী মডেল থানা সূত্র এ প্রতিবেদককে জানান, ঘটনার পর থেকে আসামিগণ পলাতক রয়েছে।পুলিশের পক্ষ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, মুহুরি নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি আবদুর রহিম।
এক পর্যায়ে বালু উত্তোলনকারী উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমন বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্বপন স্টোরের মালিক মোহাম্মদ স্বপন জানান, সাংবাদিক রহিম তার দোকানের সামনে ছিল। এসময় ১০/১২ জন যুবক তাকে ঘিরে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা বেরিয়ে আসলে প্রাণে রক্ষা পায় রহিম। এসময় স্বপনের দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা।
আহত আবদুর রহিমকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরবর্তী ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাহারনামীয় চারজনসহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর