
কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই দীর্ঘ ১৮ বছর (দের যুগ) পর নিজ এলাকা খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সমাবেশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগড় বাস টার্মিনালে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। বিএনপির এ সম্প্রীতি সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে রামগড় বিএনপির সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, বদলে গেছে দলটির রামগড় কার্যালয়ে আশপাশের পরিবেশ। গত প্রায় দের যুগ ধরে দলটির কার্যালয় ঘিরে রাখে চারপাশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই দৃশ্যটি এখন চোখে পড়েনি।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান এবং ওয়াদুদ ভূঁইয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে সমাবেশস্থলের বিভিন্ন জায়গায়। সমাবেশকে কেন্দ্র করে মাইকও লাগানো হয়েছে রামগড়ের প্রধান সড়ক ও আশপাশের এলাকায়।
সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে আসতে পথে-পথে বাধার সম্মুখীন হতেন। অনেক সময় হামলারও শিকার হয়েছেন। এ ছাড়া সমাবেশস্থল থেকে কিংবা আসা-যাওয়ার পথ থেকে গ্রেপ্তার হওয়ার সম্ভবনা থাকত। আজ সেই ভয় নেই। গত কয়েক দিন নিজ বাসা-বাড়িতে শান্তিতে ঘুমাতে পেরেছেন। গ্রেপ্তারের ভয় ছিল না।
রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ওইদিন খাগড়াছড়ির সাধারণ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করে।
এর মধ্যে গত ৫ আগস্ট রাত থেকে দলের জেলা কার্যালয়ের সামনে থেকে প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে সকল কর্মসূচি চালিয়ে যায় দলটি। আর সোমবার সকাল থেকে রামগড়ের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর