
নাটোরের সিংড়ায় মশক নিধন অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় সিংড়া পৌর এলাকার সুবর্ণ সরোবরে মশক নিধন অভিযান উদ্বোধন করেন সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার সচিব আ: মতিন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ আরো অনেকে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। মশার উপদ্রব রোধ করার লক্ষ্যে পৌরসভার ১২ টি ওয়ার্ড পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া পৌর এলাকার সকল নাগরিকদের ও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা, আবর্জনা ফেলা যাবে না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর