
খাগড়াছড়ি প্রেসক্লাব'র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ চলে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি প্রেসক্লাব'র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গুণী সাংবাদিক এবং "দৈনিক গিরিদর্পণ" পত্রিকা'র প্রকাশক ও সম্পাদক পার্বত্য জেলা রাঙ্গামাটি'র এ. কে. এম. মকছুদ আহমেদ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর সৈয়দ আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, গুণী সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ির প্রতিনিধি জাহিদ হাসান।
অনুষ্ঠানে গুণী সাংবাদিক হিসেবে সংবর্ধিত হয়েছেন গুণী সাংবাদিক এবং "দৈ নিক গি রিদর্পণ" পত্রিকা'র প্রকাশক ও সম্পাদক পার্বত্য জেলা রাঙ্গামাটি'র এ. কে. এম. মকছুদ আহমেদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. বাদশা মিয়া অসুস্থতাজনিত কারণে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বক্তারা পার্বত্যাঞ্চলে শুরু থেকে সাংবাদিকতায় সংগ্রাম, সঠিক তথ্য প্রকাশ তুলে ধরাসহ যে ভূমিকা সাংবাদিকরা রেখেছিলেন তা তুলে ধরে স্মৃতি চারণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর