
চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির আন্দোলনে সহকর্মী নিহতের প্রতিবাদে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) সব আদালতে এ কর্মসূচির পালনের ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, আদালত থেকে যাওয়ার পথে ওরা যে যেদিকে পেরেছে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে, মসজিদের গ্লাস ভাঙচুর করেছে। এই সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের একজন আইনজীবী যিনি মারা গেছেন সাইফুল ইসলাম আলিফ, তাকে ধরে মেতর পট্টিতে নিয়ে গিয়ে কুপিয়েছে ইস্কনের সন্ত্রাসীরা। এটার জন্য আমরা সমিতির পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছি মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সকল আদালতের কার্যক্রম আমরা সাসপেন্ড ঘোষণা করছি।
তিনি বলেন, অ্যাডভোকেট রিগ্যান এবং শুভাশিষ শর্মা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোকরাই ইস্কনের নাম ধরে তাণ্ডব চালিয়েছে। অ্যাডভোকেটদের মধ্যে আওয়ামী লীগের লোকরা ছিল কোর্ট বিল্ডিংয়ে। আমরা হিন্দু-মুসলিম বুঝি না। দলীয় অ্যাডভোকেটরা যদি তাণ্ডব করতে নিষেধ করতো তাহলে আজ এসব হতো না। আর নিহত ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন। তার বাড়ি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর