
সুনামগঞ্জের তাহিরপুর বাদাঘাট সড়কের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাঁদা নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাদাঘাট বাজারের কালি বাড়ি রোডে এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।
এসময় বক্তাগণ বলেন, উপজেলার ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বাদাঘাট বাজার। এ বাজার থেকে তাহিরপুর সদর রাস্তার খুবই গুরুত্বপূর্ণ। এখন শুকনো মৌসম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সরে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা। অথচ এই সড়কের পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেট অবৈধ ভাবে মাটি বাঁধ দিয়ে পানি আটকিয়ে মূল সড়ক (৪০-৫০ ফুট) ডুবিয়ে রেখে ওই চাঁদাবাজ সিন্ডিকেট চক্রটি প্রতি মোটরসাইকেল ২০ টাকা ও প্রতি জন মানুষের কাছ থেকে ১০ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে।
অথচ অবৈধভাবে মাটি দিয়ে বাঁধ দিয়েছে তা কেটে দিলেই পানি সরে গিয়ে রাস্তাটি সম্পন্ন শুকিয়ে যেত আর মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারত। তাই ওই অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করে চলাচলকারী সাধারণ জনগণকে চাঁদাবাজদের কর্তৃক হয়রানির বন্ধের জানিয়েছেন তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ।
এসময় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আসিক মিয়া প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর