
ছাত্র জনতার অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার চেষ্টা সহ বিভিন্ন পায়তারা ও শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি ও মারপিট করার ভিডিও ফুটেজ, ছবি আছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, বেঁচে থাকলে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দিবো না।
এদিন ময়মনসিংহ বিভাগের শহিদদের মধ্যে ৫৫ শহিদ পরিবারের কাছে ৫ লাখ টাকা করে চেক প্রদান করেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,অতিঃ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নিতপ্রাপ্ত) প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর