
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপিসহ আট দলের প্রতিনিধিরা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সংলাপটি শুরু হয়।
তবে এই সংলাপে অংশ নিতে পারেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বুধবার (৪ ডিসেম্বর) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
এলডিপির যুগ্ম মহাসচিব জানান, দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যেতে মঙ্গলবার রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
সেই মোতাবেক আজ (বুধবার) বিকাল ৩টার পর সেখানে যান কর্নেল অলি আহমদ এবং রেদোয়ান আহমেদ। কিন্তু ঢোকার সময় তারা জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। একপর্যায়ে তারা অনুষ্ঠানস্থল থেকে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি।
এলডিপির যুগ্ম মহাসচিব আরও উল্লেখ করেন, এলডিপির প্রেসিডেন্ট এবং মহাসচিবকে দাওয়াত দিয়ে অতিথি তালিকায় কেন নাম রাখেনি সেটা সরকার ভালো বলতে পারবে।
রার/সা.এ
সর্বশেষ খবর