
নাটোরের লালপুরে রেললাইনে ভয়ংকর ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন।
রবিবার (৮ ডিসেম্বর) লালপুর উপজেলার আজিমনগর স্টেশন এবং আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারিপাড়া এলাকায় ফাটলের বিষয়টি স্থানীয়দের নজরে আসে এতে আতঙ্কিত হয়ে পড়ে জনগণ ও যাত্রীরা।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, রেললাইনে ফাটলের বিষয়টি স্থানীয় একজন ফোন করে আমাকে জানিয়েছেন। আমরা রেলওয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করছি। যত দ্রুত সম্ভব, রেললাইন মেরামত করা হবে।
তবে স্থানীয়রা জানান, আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারিপাড়া এলাকায় রেললাইনে মাঝের একটি বেল ফেটে প্রায় আধা ইঞ্চি পরিমাণ ফাঁক হয়ে গেছে। আমরা বিষয়টি স্থানীয় রেলওয়ে স্টেশন কর্মকর্তাকে জানিয়েছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর