
টঙ্গী ইজতেমা ময়দানে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের জামায়াতের উপর সা'দপন্থীদের নৃশংস হত্যাযজ্ঞ ও হামলা প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সদরের পূর্ব বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় মাওলানা মাইনুদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা শামসুদ্দিন পীরিজপুরী, মাওলানা সাবিতুর রহমান, মাওলানা আবদুল কাইয়ুম,মাওলানা মইনুল ইসলাম,মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা ইয়াহিয়া, ইসতিয়াক আহমেদ, আবদুল জলিল সাহেব প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, সা'দপন্থীরা ফেইসবুকে লাইভেসহ নানান ভাবে উসকানি দিচ্ছে,তাহিরপুর উপজেলায় সা'দপন্থীদের দ্রুত গ্রেফতার করতে হবে না হলে কখন কি ঘটে আমরা এর দায় নিবো না। কোন অঘটন ঘটার আগেই তাদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তব্য।
তারা সা'দপন্থীরা সন্ত্রাসী বলে জানিয়ে আরও বলেন, তাদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। তারা মধ্য রাতে হামলা চালিয়ে ৪টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। যারা এই হত্যা কাণ্ড চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি ফাঁসি দেয়ার দাবি জানানো হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর