
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী মিঠুন চক্রবর্ত্তীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন। এর আগে রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ফেনীর সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিঠুন চক্রবর্ত্তী নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়া মিঠুন পাঁচলাইশের কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দখলদার, টেন্ডারবাজ ও ১৬নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী।
সংবাদ সম্মেলনে উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, গত ১৬ জুলাই আমাদের এখানে যখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল, তখন মিঠুন প্রকাশ্যে গুলি চালিয়ে হামলা চালায়। এ ধরনের একটি ভিডিও আমরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ভিডিও দেখে আমরা তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে সে আত্মগোপনে ছিল।
তিনি বলেন, পাঁচলাইশ থানার একটি মামলায় মিঠুন এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সম্পৃক্ততা আমরা পেয়েছি। সে চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী ছিল সে। তার সহযোগিতায় মিঠুন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে আমাদের কাছে তথ্য আছে। তাকে আজ (সোমবার) আমরা আদালতে সোপর্দ্দ করে রিমান্ডের আবেদন করব।
রইছ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন আমাদের কাছে স্বীকার করেছে ছাত্র-জনতার আন্দোলনকে দমানোর জন্য সে অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। আন্দোলনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। অতি শীঘ্রই অস্ত্রটি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর